প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিয়াকৈরের সফিপুরে অটো-রিকশা চালকদের বিক্ষোভ মিছিল।

মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার। ‎ ‎সফিপুর বাজারে অটো ও রিকশা চালকদের উপর হামলার অভিযোগে কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক ও বাজার সমিতির সাবেক সভাপতি মাহমুদ সরকারের বিরুদ্ধে আজ (শনিবার) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‎”অটো রিকশা চালক শ্রমিক জনতা, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর” এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক চালক ও স্থানীয় জনগণ অংশ নেন। বিক্ষোভকারীরা সফিপুর ফ্লাইওভার সংলগ্ন বাজার মোড়ে জড়ো হয়ে ”শ্রমিক নির্যাতন বন্ধ কর” স্লোগান দিতে থাকেন। ‎ব্যানারে মাহমুদ সরকারের ছবি ও তার নামের পাশে বড় করে লাল “ক্রস” চিহ্ন দিয়ে প্রতিবাদ জানান তারা। ব্যানারে আরও লেখা ছিল: ‎“সফিপুর বাজার সমিতির সাবেক সভাপতি মো. মাহমুদ সরকার কর্তৃক দিনমজুর, অটো রিকশা চালক শ্রমিকের উপর নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল” ‎প্রতিবাদকারীদের একজন বলেন “শ্রমজীবী মানুষকে অন্যায়ভাবে মারধর করে, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ পার পাবে না। আমরা এই অন্যায়ের বিচার চাই।” ‎ ‎চালকদের অনেকে দাবি করেন, মাহমুদ সরকার তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই বাজার ও চালকদের উপর আধিপত্য বজায় রাখছেন। এ বিষয়ে মাহমুদ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ মহল বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলেই দাবি করছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন