নাজমুজ সাকিব রাসেল:
আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। (১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও ৮দিন কমিউনিটিতে টিকা প্রদান করা হবে) 
এই টাইফয়েড টিকা নিতে যা প্রয়োজন-
১। অনলাইন ১৭ ডিজিট জন্মনিবন্ধন।
২। সচল ১১ ডিজিট মোবাইল নাম্বার।
৩। ৯ মাস থেকে ১৪ বছর বয়সের সবাই টিকা পাবে (ছেলে +মেয়ে উভয়েই টিকা গ্রহন করতে পারবে)
৪। শিক্ষা প্রতিষ্ঠানে প্লে – নবম শ্রেণির শিক্ষার্থী হতে হবে (ছেলে+ মেয়ে) ।
৫। কমিউনিটিতে ৯ মাস থেকে ১৪ বছর বয়সের শিশু হতে হবে (ছেলে+ মেয়ে) ।
৬। টিকা নিতে নিচের লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে। 
. https://vaxepi.gov.bd/ ১ ডোজ টাইফয়েড টিকা নিন আপনার বাচ্চাকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন।










