প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সেপ্টেম্বর মাসে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হবে

নাজমুজ সাকিব রাসেল: ♦️আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। (১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও ৮দিন কমিউনিটিতে টিকা প্রদান করা হবে) 👆👆এই টাইফয়েড টিকা নিতে যা প্রয়োজন- ♂️১। অনলাইন ১৭ ডিজিট জন্মনিবন্ধন। ♂️২। সচল ১১ ডিজিট মোবাইল নাম্বার। ♂️৩। ৯ মাস থেকে ১৪ বছর বয়সের সবাই টিকা পাবে (ছেলে +মেয়ে উভয়েই টিকা গ্রহন করতে পারবে) ♂️৪। শিক্ষা প্রতিষ্ঠানে প্লে – নবম শ্রেণির শিক্ষার্থী হতে হবে (ছেলে+ মেয়ে) । ♂️৫। কমিউনিটিতে ৯ মাস থেকে ১৪ বছর বয়সের শিশু হতে হবে (ছেলে+ মেয়ে) । ♂️৬। টিকা নিতে নিচের লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে। 👇👇. https://vaxepi.gov.bd/ ১ ডোজ টাইফয়েড টিকা নিন আপনার বাচ্চাকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন