প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সাদুল্লাপুরে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ, নারীসহ আটক ২

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি অজ্ঞাতনামা লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী জানান, পূর্বে অভিযুক্তরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। দাবি পূরণ না করায় ৮ জুলাই রাত ৮টার দিকে তারা দলবদ্ধভাবে হামলা চালায়। এসময় তার স্ত্রীকে গালিগালাজ ও মারধর করা হয়। এক ব্যক্তি তার স্ত্রীর গলা থেকে এক ভরি সোনার চেইন ছিনিয়ে নেয় এবং আরেকজন শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের সঙ্গে থাকা অন্যরা ঘরের আলমারি ভেঙে ২ লাখ টাকা লুটে নেয়।

স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে যায়। আহত নারীকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন