প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত ২

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : আজ ১২ই জুলাই শনিবার বিকেল ৫:৪০ মিনিটে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে বানিয়ারচর নামক স্থানে, মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সং*ঘ*র্ষ, মোটরসাইকেল চালকসহ আহত ২।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে আশা মাইক্রোবাস ও টেকেরহাটের দিক থেকে আসা মোটরসাইকেল চালকের অতিরক্ত গতির কারণে উল্টো সাইটডে চলে যায় পড়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটরসাইকেল চালকসহ ২জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, দুই জনের বড় ধরনের কোন ক্ষতি হয়নি মাইক্রোবাস ও মোটরসাইকেলের অনেকটা ক্ষতি হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন