প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় নির্মাণাধীন টয়লেটের গর্তের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নওগাঁয় নির্মাণাধীন টয়লেটের গর্তের পানিতে ডুবে আল-আমিন নামে এক শিশুর মৃত্যু! নওগাঁর পোরশায় একটি নির্মাণাধীন বাড়ির টয়লেটের জন্য কাটা গর্তে জমে থাকা পানিতে ডুবে আল আমিন (৪) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘাটনগর ইউনিয়নের বানমোহন গ্রামের রবিউল ইসলামের ছেলে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে বানমোহন বাজারের কাছে নির্মাণাধীন বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্র জানায়, সেখানে একটি ফ্লাট বাড়ি নির্মাণ করা হচ্ছে। বাড়ির টয়লেটের ট্যাঙ্কি নির্মাণের জন্য মাটি কেটে গর্ত খোড়া হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখা হলে সে গর্তে পানি জমে যায়। শিশু আল আমিন বাড়ির সকলের অগোচরে সে গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তের পানিতে তার মরদেহ ভাঁসতে দেখা যায়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। শোকে তার বাবা মা পাগলপ্রায়। সেখানে চলছে এখন শোকের মাতম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন