প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধা সদরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ জন

 মোঃ জাহিদ হোসেন জিমু : গাইবান্ধা সদর উপজেলার পিকে বিশ্বাস রোডে জেলা শিল্পকলা একাডেমির পিছনে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮৩ লিটার চোলাই মদ ও ১ কেজি ৮০০ গ্রাম গাজা এবং ২টি মোবাইল ফোন সহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে ১১/৭/২০২৫ ইং রাত ১১টার সময় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানটি চলে পুরো রাত জুড়ে। অভিযানে আটক হন সুজন বাসফোর(৩৭), শ্রীমনি কামনী রাণী বাসফোর (৪০), আলামিন (২৮)। যারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযানকালে উদ্ধারকৃত মাদক অন্যান্য আলামত জব্দ করা হয়। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা যৌথ বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আটককৃত ব্যক্তিদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন