প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::

ভাংরি ব্যবসায়ী পুরান ঢাকার লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক কলিরাণী দাস, সদস্য জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে সোহাগকে দুর্বৃত্তরা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন