প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শালিখার হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহ বধুর রক্তাক্ত লাশ উদ্ধার

আজিজুল ইসলাম

মাগুরার শালিখা উপজেলায় হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ।

শনিবার ১২ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রীর সোনালী বেগমের(৩৮) লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রতিবেশী জুয়েল জানান, ভোর সকালে আমার কাকা মিজানুরকে দেখি বাড়ীর সিড়ির উপর বসে আছে। কাকা ঘরে ডুকবে কাকি (সোনালী) ঘর খুলছে না।

আমি কাকাকে বল্লাম বকা-বকির দরকার নেই। তাই বলে আমি কাজে চলে যাচ্ছিলাম, বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত গেলে চিল্লাচিল্লির শব্দ শুনে বাড়ী আসলে কাকাতো বোন মদিনা বলে আব্বা মাকে মেরে ফেলেছে।

সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন (১১) জানান, আব্বা মাকে মেরে ফেলেছে। আরো বলেন আব্বা চট্রগ্রামে রডের কাজ করে আজ ভোর সকালে আব্বা বাড়ী আসে। আব্বা মাকে ঘর খুলতে বললে মা বলে আমার মাকে খবর দাও তার সামনে ঘর খুলবো,, না হলে তুমি আমাকে মারবে। মা ঘর না খুললে আব্বা রান্না ঘরের দেওয়ালের উপরে বাঁশের বেড়া ভেঙ্গে ঘরে ডুকে রডের শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে মার মাথায় রডের শাবল দিয়ে বারি দিয়েছে। আমার আব্বা মাকে মেরে ফেলেছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড দিয়ে মাথায় বারি দিয়ে মেরেছে ফেলেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন