প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া।

বগুড়ার গাবতলী পৌরসভার তরফমেরু এলাকায় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১১ জুলাই) বিকেলে তরফমেরু খেলার মাঠে এই জমজমাট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ছাবেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য:বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। গাবতলীর মাটিতে যে ঐতিহ্যবাহী ফুটবলের চর্চা ছিল, তা আবার নতুন করে জাগিয়ে তুলতে হবে। প্রয়াত আরাফাত রহমান কোকো শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন একজন ক্রীড়ানুরাগী। ক্রীড়াঙ্গনে তার অবদান স্মরণীয়। আমি আশা করি, এই একাডেমির মাধ্যমে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।” তিনি আরও বলেন, রাজনীতি যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন ক্রীড়ামুখী সমাজ। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাঠে ফেরাতে হবে। এজন্য আমি সবসময় খেলাধুলা ভিত্তিক উদ্যোগের পাশে আছি এবং থাকবো।”

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতা করেন খন্দকার মোখলেছুর রহমান, প্রোপ্রাইটর, তৃষা ব্যাটারি হাউজ এবং রান্না কনজ্যুমার অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেনঃ ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস্কেনদার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার, পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু,দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাকিরুল ইসলাম রুবেল, এবং ভাই-বোন অটো কেনাবেচার স্বত্বাধিকারী রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা প্রমূখ সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় অংশগ্রহণ করে তরফমেরু দক্ষিণপাড়া সিনিয়র একাডেমি বনাম জুনিয়র একাডেমি। খেলা উপভোগ করেন এলাকার শতাধিক নারী-পুরুষ, কিশোর ও ক্রীড়ামোদী জনতা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে জোড়া খাসি পুরস্কার হিসেবে তুলে দেন মেয়র সাইফুল ইসলামের পক্ষ থেকে।

এই আয়োজন এলাকার ক্রীড়া সংস্কৃতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে অভিমত দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন