প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলী উপজেলা যুবদল অন্যতম সদস্য মোঃ রতন মিয়ার জন্মদিন পালন

আহসান হাবিব শিবলু, বগুড়াঃ বগুড়া গাবতলী উপজেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ রতন মিয়া-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন পালন। ১০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় টিএমএসএসের মহিলা মার্কেটের ৪র্থ তলায় স্কাই ভিউ রেস্টুরেন্টে এই আয়োজন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মোঃ রতন মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক অগ্রগতির জন্য শুভকামনা জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ। পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমুন তরফদার, রনি, বাদল সাহরিয়া।নারুযামালা ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম। সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের। সিঃ যুগ্ন আহবায়ক আল আমিন। মহিষবান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আল আমিন। যুগ্ন সাধারণ সম্পাদক ছাত্র দল পৌর জিহাদ হাসান প্রমূখ সহ যুবদলের অন্যন্য নেতা কর্মীগণ। কেক কেটে মোঃ রতন মিয়াকে শুভেচ্ছা জানানো হয় এবং তার হাতে উপহার তুলে দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন