প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় এসএসসি ও দাখিলে মিশ্র ফলাফল, প্রত্যাশা ছিল আরও বেশি

মোঃ মেহেদী হাসান ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরিক্ষায় মোট ৩৯১২ জন শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, এর মধ্যে এসএসসি পরিক্ষার্থী ছিল ৩১৬৮ জন, দাখিল ৪২২ জন এবং ভোকেশনাল ৩২২ জন।
এসএসসি পরিক্ষায় ১৯৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬২ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন।

এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ করে আলোচনায় এসেছে এসকেএস নতুন কুঁড়ি বিদ্যাপীঠ।

দাখিল পরীক্ষায় মোট ৪২২ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪১ জন। পাশের হার ৫৭ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।

ভোকেশনাল শাখায় ৩২২ জনের মধ্যে পাশ করেছে ২৬৮ জন শিক্ষার্থী। পাশের হার ৮৩ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

ফলাফলে ভালো ও খারাপ, দুই ধরনের চিত্রই উঠে এসেছে। কিছু প্রতিষ্ঠান আশানুরূপ ফল করতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান ভালো ফল করায় প্রশংসিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সামনের বছরগুলোতে ফল আরও ভালো করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন