প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর মাধবদীতে পিক আপ ভ্যানে ৬০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

মোঃ কামাল হোসেন প্রধান ,জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর মাধবদীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে চালানোর সময় (আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা) ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছেন মাধবীর থানার পুলিশ। এসময় একটি বিশেষ ভাবে তৈরি গোপন চেম্বারযুক্ত পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। অদ্য ১০ জুলাই বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মাধবদী থানার পুলিশ খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদ এর পাশে রাস্তার উপর অবস্থান নেন। সেখানে সন্দেহভাজন নীল,হলুদ রঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ির নিচে গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা। গ্রেফতারকৃতরা দুইজনে হলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মৃত মতি মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (২৫) ও একই জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সাইদুর রহমানের ছেলে মোঃ নিরব আহম্মেদ (১৯)।অভিযানের নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই আল আমিন, এসআই জসিম উদ্দিন এবং এএসআই সাজ্জাদ হোসেন।পুলিশ জানিয়েছেন গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করে বলেন, এমন উদ্যোগে মাদক নির্মূলে বড় ভূমিকা রাখবেন মাধবদী থানার পুলিশ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন