প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় স্বর্ণালঙ্কার দোকানে চুরি, মানববন্ধন ও স্মারকলিপি

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বোনারপাড়া বাজারে অবস্থিত ‘বাবা লোকনাথ জুয়েলার্স’ -এ সংঘটিত চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার, ব্যবসায়ী ফারুক হোসেন, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম এবং চুরি হওয়া দোকানের মালিক রঞ্জন প্রসাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন ।বক্তারা বলেন, গত ৪ জুলাই রাতে বোনারপাড়া কলেজ মোড়ে অবস্থিত ‘বাবা লোকনাথ জুয়েলার্স’ এ দূর্ধর্ষ চুরি সংঘটিত হয় । ছয়দিন পার হলেও এখনো পুলিশ কোনো চোরকে গ্রেফতার করতে পারেনি। এতে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে , দ্রুত গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন