প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

তোমার জন্য,অনিমেষ

যুবক অনার্য

তোমার জন্য প্রচন্ড রোদ্দুরে রাস্তায় দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে আমার বড্ড ভালো লাগে
অপেক্ষার প্রহর শেষ হলে তুমি এসে কান ধরে
সরি বলে সে কি কাচুমাচু ভঙিমা- এসব আমার
বড্ড ভালো লাগে
তোমার অই অপরাধী চোখের দিকে তাকিয়ে
তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব
ইচ্ছে করে তোমাকে ছুঁয়ে দিতে আর বলতে ইচ্ছে করে এইভাবে আজীবন ভালোবেসে যাবে!
বুকের মধ্যে ডুব দিয়ে প্রেমের আঘাতগুলি খুঁজে এনে
কষ্টের করাঘাত খুব মুছে দিবে!
আসলে এসব বলা হয় না কিছুই
শুধু বলি- হয়েছে, ঢং করতে হবে না আর
তোমার জন্য তুমুল বৃষ্টিতে ভিজে যেতে যেতে
অপেক্ষা করতে আমার বড্ড ভালো লাগে
প্রতিদিন তোমার জন্য দেরি করে বাড়ি ফিরে
মায়ের বকুনি খেতে খুব ভালো লাগে
রাত জেগে জেগে ক্লান্ত হতে ভালো লাগে খুব
তোমার জন্য নষ্ট সমাজের চোখে নষ্টা নারী হতে
আমার মোটেই আপত্তি নেই
তোমার জন্য দিনকে রাত আর রাতকে দিন করে দেয়া আমার জন্য হাতের ময়লার চেয়ে বেশি কিছু নয়
তোমার জন্য প্রতিদিন খুন হতে ভালো লাগে
তবু জানি একদিন সকল সত্যকে মিথ্যে করে দিয়ে
তুমি চলে যাবে
তবু তোমার জন্য প্রত্যাখ্যাত প্রেমিকা হতে আমার এতোটুকু দ্বিধা নেই
কেননা তোমার মতন এই লক্ষী আর প্রতারক ‘তুমি’টা না থাকলে যে প্রেম বলে কিছুই থাকবে না
প্রেমের জন্য সম্পুর্ণ প্রেমহীন তোমাকেও,অনিমেষ
সম্ভাবনার খুব কাছে এসে ডুবে যাবার মতন কেবলি ভালো লাগে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন