প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজবাড়ীতে হেরোইন বহনকারী সেই কয়েদির মৃত্যু

রাজবাড়ীতে হেরোইন বহনকারী সেই কয়েদির মৃত্যু । রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব কায়দায় পায়ুপথে ১০ গ্রাম হেরোইন বহন করা অবস্থায় গ্রেপ্তার হওয়া রাবেল শেখ ওরফে রাসেল (২৯) মারা গেছেন। রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হলে রবিবার বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে। জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ আজ রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। গত ৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাবেল শেখ ওরফে রাসেলকে গ্রেপ্তার করেন। তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তবে তার এলোমেলো কথাবার্তায় পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। এছাড়াও তার বিরুদ্ধে ২টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন ছিল। রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, রাজবাড়ী জেলা কারাগারের কয়েদি রাবেল শেখ ওরফে রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন