প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

এক সাবজেক্টে ফেল করায় আত্মহত্যার পথ বেঁচে নিল লাবণ্য

 মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ৬ নং ওয়ার্ড নুরপুর গ্রামে এসএসসি পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করায় গলায় দড়ি দিয়া আত্মহত্যার পথ বেছে নিল এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী লাবণ্য আক্তার নুরপুর গ্রামের আশরাফুল আলমের (শিক্ষক) মেয়ে এবং পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে স্বয়ং কক্ষে একটি রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার মা-বাবা বাড়ির আঙ্গিনাতেই বসেছিল বলে জানা যায়। হঠাৎ আকস্মিক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন