প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দুর্ঘটনায় কবলিত মানুষের সুচিকিৎসায় পলাশবাড়ীতে ট্রমা সেন্টার বা উন্নত মানের বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবী

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::

গাইবান্ধা জেলা তথা উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত চির অবহেলিত অনুন্নত এক জনপদের নাম পলাশবাড়ী উপজেলা। মহাসড়কের প্রায় ১৫ কি.মি. অংশ এ উপজেলার অভ্যন্তর। মহাসড়কের এ অংশে প্রতিনিয়ত ঘটে থাকে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।এতে হতাহত হয় যাত্রী,পথচারি ও শ্রমজীবি মানুষসহ সর্বসাধারণ।

দুর্ঘটনা কবলিত অসহায় মানুষগুলো তাৎক্ষণিক উন্নত চিকিৎসা না পাওয়ায় নিমিষেই হারাতে হয় প্রান-নয়তোবা পঙ্গুত্ব বরণ করতে হয়।

এ উপজেলার একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে বছরের অধিকাংশ সময় চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট,কর্মচারী সংকট লেগেই থাকে। অপরিস্কার -অপরিচ্ছন্ন ৫০ শয্যার এ হাসপাতালটি নিজেই রোগাক্রান্ত। হাসপাতালের নানাবিধ সংকটের মুখে দুর্ঘটনা কবলিতদের উপজেলা থেকে অর্ধশত কি.মি. দুরে রংপুর বা বগুড়ায় স্থানান্তর করা হয়।হাসপাতাল হতে রংপুর বা বগুড়া পৌছতে এক হতে দেড় ঘন্টা সময় লেগে যায়। ততক্ষণে আহতদের চরম অবনতি ঘটে।কেউ মৃত্যুর কোলে কেউবা চিকিৎসা অভাবে পঙ্গুত্ব বরণ করে থাকেন। এভাবেই চলছে যুগের পর যুগ চিকিৎসা ব্যবস্থা। অবহেলিত এ জনপদের মানুষ আজও তাদের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা হতে চরম বঞ্চিত হচ্ছে।

উপজেলার সর্বসাধারণের দাবী সড়ক মহাসড়কে দুর্ঘটনায় কবলিত মানুষদের উন্নত স্বাস্থ্য সেবা দিতে এ উপজেলায় একটি বিশেষায়িত হাসপাতাল অথবা ট্রমা সেন্টার স্থাপনের দাবী দীর্ঘদিনের। বিগত সময় স্থানীয় ভাবে দায়সাড়া জনপ্রতিনিধি কিংবা রাষ্ট্রের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা এটি কর্ণপাত করেনি। জনগণের দাবী তারা বোঝার চেষ্টাও করেনি। সড়ক দুর্ঘটনা গুলোতে মানুষের নির্মম মৃত্যু ঘটলেও তাদের পাষাণ চোখের পর্দা সরেনি।

উপজেলার মানুষের দীর্ঘ দিনের দাবী সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। আজও বাস্তবায়িত হয়নি। এলাকাবাসী হতভম্ব। দুর্ঘটনায় যারা হতাহত হন তাদের বেশির ভাগই চিকিৎসা অভাবে প্রাণ হারান অথবা সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। দুর্ঘটনা কবলিত মানুষকে উন্নত চিকিৎসা সেবা দিতে আমাদের দাবী দ্রুত সময়ের মধ্যে এ উপজেলায় মহাসড়কের পাশে একটি বিশেষায়িত হাসপাতাল অথবা ট্রমা সেন্টার স্থাপন করা হোক।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার মহাসড়কের অংশ একটি উন্নত মানের হাসপাতাল অথবা ট্রমা সেন্টার স্থাপনে স্বাস্থ্য মন্ত্রনালয় ও প্রধান উপদেষ্টার প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার সর্বস্তরের সচেতন মানুষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন