প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে সরকারি জমি উদ্ধারে নোটিশ দিতে গিয়ে ‘মব’ হামলার শিকার ভূমি কর্মকর্তা

মোঃ রুবেল হোসেন, সাভার : ঢাকার সাভারে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনার সময় স্থানীয় দখলদারদের হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাভারের ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম। আহত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা যায়, শ্যামলাসি কলাতিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছে। বুধবার দুপুরে ওই জমিতে উচ্ছেদ নোটিশ দিতে যান সাভার ভূমি অফিসের ৭ জন কর্মকর্তা-কর্মচারী। তবে সেখানে পৌঁছামাত্রই স্থানীয় দখলদারদের পক্ষ থেকে ‘মব’ তৈরি করে কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। সঙ্গীদের মধ্যে অনেকেই পালিয়ে নিরাপদে সরে যেতে পারলেও জাহাঙ্গীর আলমকে ধরে ফেলে দখলদাররা। এ সময় তার মাথায় ইট দিয়ে আঘাত করে থেতলে দেওয়া হয় এবং সারা শরীরে মারধর করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, “আহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। সিটি স্ক্যানসহ জরুরি চিকিৎসা শেষে তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।” সরকারি দায়িত্ব পালনের সময় এমন হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন সাভার ভূমি অফিসের কর্মকর্তারা। ঘটনাটিকে রাষ্ট্রীয় কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন তারা। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন