প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বৌভাতের অনুষ্ঠানে হামলা,বৃদ্ধের মৃত্যু থানার অভিযোগ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার গিদারী ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবার নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছায়দার আলী (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছায়দার আলী উত্তর গিদারী গ্রামের মৃত জারদার আলীর ছেলে।পুলিশ ও নিহতের ছেলে আল-আমিন (২৫) সূত্রে জানা গেছে, ২২ জুন বিকেলে আল-আমিনের চাচাতো বোন শিখা আক্তারের বৌভাত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাসেল মিয়া (২০), তার বাবা গোলজার মিয়া (৪৫) ও অন্যান্য স্বজনরা খাবার খাওয়ার সময় মাংস কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় রাসেল মিয়ার মা মনোয়ারা বেগম (৪০) ক্ষিপ্ত হয়ে প্লেটসহ খাবার ছুঁড়ে ফেলেন। ছায়দার আলী এর কারণ জানতে চাইলে গোলজার মিয়ার নেতৃত্বে অন্তত ১৪-১৫ জন একযোগে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।আল-আমিন অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা তার বাবার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে মাটিতে ফেলে দেয়। এরপর গোলজার মিয়া হত্যার উদ্দেশ্যে তার বাবার গলা চেপে ধরেন। পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে এবং অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর ও খাবার নষ্ট করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করে।পরিবারের লোকজন ছায়দার আলীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম শাহিন বলেন,ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন