প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নারায়ণগঞ্জে মানবিক জেলা প্রশাসকের সঙ্গে মানবাধিকার নেতার সৌজন্য সাক্ষাতে

কামরুন তানিয়া: নারায়ণগঞ্জে মানবিক জেলা প্রশাসকের সঙ্গে মানবাধিকার নেতার সৌজন্য সাক্ষাতে মানবাধিকার বিষয় নিয়ে গভীর আলোচনা কক্সবাজার থেকে : কামরুন তানিয়া একটি বিশেষ সৌজন্য সাক্ষাৎ -এই সৌজন্য সাক্ষাৎতে উঠে আসে নানাবিধ মানবিক আলোচনা। দেশের চলমান অস্থির সময়ে সমগ্র প্রশাসনের মাঝে আলোচিত মানবিক জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া ও সময়ের বহুল আলোচিত মানবাধিকার নেতা সেহলী পারভীন মুখোমুখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে এবং আগামীতে তাঁরা মতবিনিময়ের মাধ্যমে মানবাধিকার বিষয়ক কাজ করবেন বলে দু’জন দু’জনের অভিজ্ঞতা বিনিময় করেন। এ-সময়ে উপস্থিত ছিলেন হিউম্যান এইড নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় সহকারি মহাসচিব সাঈদা সুলতানা। জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে স্বনামধন্য মানবাধিকার নেতাকে দেশের লোকশিল্পের নিদর্শন সরুপ নকশিকাঁথার মাঠ নামীয় বিখ্যাত ব্রান্ডের একটি নকশিকাঁথা উপহার দিয়ে অভিনন্দিত করেন। যা পল্লী কবি জসিম উদ্দিন কে মনে করিয়ে দেয় গভীরভাবে। জেলা প্রশাসক কার্যালয়ের গতো ১ বছরের কর্মকান্ডের সকল ডকুমেন্টস নেত্রীর হাতে তোলে দেন এনডিসি নেজারত ডেপুটি কালেক্টর তামসিদ ইরাম খান। সকল প্রকার মধ্যস্ততায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সৌজন্য সাক্ষাৎটি ৭ জুলাই ২০২৫ বিকেলে ৫টায় কার্যকর হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন