প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সেনাবাহিনীর অভিযানে সাঘাটা বোনার পাড়ায় ২৪০ লিটার মদসহ আটক ৩

মেহেদী হাসান,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে ২৪০লিটার চোলাইমদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। ৭ জুলাই সোমবার রাত ১০ টা হতে ১২ টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।এসময় মাদক বিক্রেতা সুনীল বাবু (১৮) চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১) কে আটক করা হয়।সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন রুবায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্বপার্শ্বের অভিযান পরিচালনা করি এসময় বিক্রিতে জড়িত হাতানাতে ৩ জন আটক করা হয়৷সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়৷ আমাদের অভিযান চলমান। আটককৃত ২৪০ লিটার দেশী চোলাই মদসহ তিনজনকে সংশ্লিষ্ট থানার সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, দীর্ঘদিন থেকে প্রভাবশালীদের ছত্রছায়ায় সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে মদ বিক্রি করে আসছে কিছু ব্যক্তি দাপটের সাথে। উল্লেখিত কিছু মাদারূ রাত হলেই তারা মদ খেয়ে বোনার পাড়া বাজারের বিভিন্ন স্থানে মাতলামি করতে দেখা যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন