প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর সীমান্তে গরুর রাখাল ইব্রাহীমের লাশ তিনদিন পর বাংলাদেশে ফেরত দিল বিএসএফ

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

বাংলাদেশি যুবক ইব্রাহীম (৩৫) কে গুলি করে হত্যার তিনদিন পর শনিবার রাত ৮টায় লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দু’পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

এ সময় পুলিশ, বিজিবি ও বিএসএফ কর্মকর্তা, নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইব্রাহীম বুধবার রাতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরদিন সকালে সীমান্তে ২২৯ মেইন পিলারে কাছে ভারতের অভ্যন্তরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে দুপুরে বিএসএফ সদস্যরা লাশ নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ এর মধ্যে কথা হলেও বিএসএফ সদস্যরা লাশ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এর একদিন পরে বিএসএফ সদস্যরা এর সত্যতা স্বীকার করেন এবং তিনপর লাশ ফেরত দেন।

বিষয়টি ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন।#
নওগাঁ #

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন