প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পরকিয়া বৃষ্টি

যুবক অনার্য

সেই বৃষ্টির রাতে আকাশে তারা ছিলো
চাঁদ ছিলো সাথে
ঘরহীন মানুষেরা ফিরতে চেয়েছিলো ঘরে
সেই বৃষ্টিভেজা রাতে
তোমার সংগে আমার দেখা হয়েছিলো
তারপর কেটে গেছে কতো মেঘ কতো বৃষ্টি
আর কতোশতো ঝড়
তোমাকে আঁধার অন্ধকার করে রেখেছিলো
আমাকে জোছনারা আলো ঢেলেছিলো
তোমাকেও জোছনা আর
আমাকেও আধার অন্ধকার
তারপর কথা ছিলো
একদিন বৃষ্টি এলে পরে দু’জনে বজ্রাহত হবো সংগোপনে
কথা ছিলো শিল কুড়াতে গিয়ে
পিছলে যাবে তুমি
মাটির মায়ায় যেনো বা জড়িয়ে রবে
ঘাসফুল সোঁদা গন্ধ তার
হ্যাঁ হ্যাঁ কথা তো ছিলোই
তাই একদিন অন্য কারো বৃষ্টিতে তুমি
ভিজে গিয়েছিলে

এখনো বৃষ্টি এলে মনে পড়ে
জর্জেট পাড়ের মতো তুমি
পরতে পরতে মানুষ বদলে নিয়েছিলে
মনে পড়ে পরকিয়া-পয়ারে তুমি
সতীসাধ্বী কবিতা হতে চেয়েছিলে

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন