প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভি*যানে শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

 মো: লুৎফুর রহমান রাকিব :  কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লার ছেলে ও ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, চট্রগ্রাম জেলার মিরেরসরাই থানার পশ্চিম মিরেরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূঁইয়ার ছেলে মোঃ মীর হোসেন ভূইয়া ও চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মোঃ ইয়াছিন। রোববার দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার (ওসি) তদন্ত মোঃ গুলজার আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে যৌথবাহিনীর একটি দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত আলামিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালিয়ে ৩৯৫ পিচ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ এই মাদক কারবারিকে আটক করা হয়। ওসি তদন্ত আরো জানান, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক বেচা-কেনা চলে আসছে। হোটেল মালিকরা-কর্মচারিদের মাধ্যমে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে হেলপারের হাতে পর্যন্ত মরণ নিশা এই মাদক তুলে দিচ্ছে। আমাদের আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারির কারনে ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। আশা করি ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার করা হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন