প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার

 মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। সম্প্রতি কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতি ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ৪/৭/২৫) প্রধান আসামি হিসেবে তাকে ৬/৭/২৫ ই শুক্রবার রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।পলাশ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মনিরকে গ্রেফতার করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।এজাহার সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রলারে করে সশস্ত্র দুর্বৃত্তরা প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এসময় কর্মরত ৭ শ্রমিক আহত হন এবং ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয় । তদন্তে উঠে আসে, এই ঘটনায় এসআই মনির সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং হামলার পেছনে তার পরিকল্পনা ও মদদ রয়েছে।এছাড়াও এসআই মনিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্ট ভুক্ত আরও একটি মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।পলাশ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা তাকে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ডাকাতি মামলায় গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। একসময় রাজনীতির মাধ্যমে পরিচিত হয়ে ওঠা এসআই মনিরের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে গ্রেফতারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা হিসেবে মনে করছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন