প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় ৮ দিন পরে মাসীর বাড়ি থেকে নিজ বাড়িতে পথযাত্রা মধ্যে দিয়ে উল্টো রথের উৎসব পালিত

 উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৮দিন পরে মাসীর বাড়ি থেকে নিজ বাড়িতে পথযাত্রা মধ্যদিয়ে প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ১৪৩২ উৎসব পালিত হয়েছে৷  সনাতন ও হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ জুলাই বিকাল ৪ টায় উপজেলার রক্ষাকালী মাতা মন্দির প্রাঙ্গণ (পুরাতন ব্রিজ সংলগ্ন) থেকে এই উল্টো রথযাত্রার শুভ সূচনা হয় এবং এতিহ্যবাহী শিবগঞ্জ মোড়ে শিব বিগ্রহ,পাগলি কালী মন্দির প্রাঙ্গনে এই উল্টো রথযাত্রার অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়৷ ৯ নাম্বার চেরাগপুর ইউনিয়ন ধুনজইল-নলবল নওগাঁ সদর ইউনিয়ানের বলিহার রাজবাড়ী প্রাঙ্গণ থেকে ঘোষপাড়া মধ্যে দিয়ে নুনিহার শাওয়াল কালী বিয়াতলী হয়ে পুনরায় বলিহার রাজবাড়ী প্রাঙ্গণে এসে সমাপ্তি ঘটে। নওগাঁ মহাদেবপুর উপজেলার এই রথযাত্রার শুভ সূচনা করেন ও শুভ উদ্বোধন করেছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট।এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান চৌধুরী দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ শ্রী রতন কুমার মন্ডল,সাধারণ সম্পাদক সুমন কুমার সিং,মহাদেবপুর কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি শ্রী নির্মল চন্দ্র বিশ্বাস,সাধারণ সম্পাদক শ্রী অমিয় চন্দ্র মন্ডল, মহাদেবপুর রক্ষা কালি মন্দির কমিটির সভাপতি শ্রী অনিল চন্দ্র মন্ডল,পোরশা গাংগুরিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রনয় চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি কুমার মন্ডল রনি,ছাত্রদলের ১ নং সদস্য আতিকুর রহমানসহ হিন্দু সম্প্রদায়ের শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবটি উপলক্ষে দুপুর থেকেই হাজার হাজার ভক্তের আগমনে রথ বাড়ি মুখরিত হয়ে ওঠে। মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় উল্টো রথযাত্রার অনুষ্ঠান মালা। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয় এবং প্রায় দুই হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়৷

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন