প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

টাঙ্গাইলে উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা তীরবর্তী পাথরঘাট এলাকায়

নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের জেলা উদ্যোক্তাদের
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই কালিহাতী ও ভুয়াপুর উপজেলা উদ্যোক্তা টিম এই আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, আলোচনা,নৌকা ভ্রমণ ও পুরস্কার বিতরণ।

উদ্যোক্তা কুদরতি খোদা রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনের সহ পুলিশ সুপার( নৌ পুলিশ ) মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।

অনুষ্ঠান পরিচালনা করেন
ফাউন্ডেশনের সম্মানিত কোর ভলেন্টিয়ার এবং মডারেটর জনাব ইশতিয়াক আহমেদ সজীব।

ইশতিয়াক আহমেদ সজীব জানান,
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা দক্ষতা এবং ভলেন্টিয়ারিং প্ল্যাটফর্ম। নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইকবাল বাহার জাহিদ সারা বাংলাদেশে তরুণ তরুণীদের জন্য বিনামূল্যে এই শিক্ষা কার্যক্রম ২০১৮ সাল থেকে সারা বাংলাদেশে ১৬৪ জন কে দিয়ে শুরু করেছিলেন পর্যায়ক্রমে এখন সারা বাংলাদেশে মোট শিক্ষার্থীর সংখ্যা এখন ২১ লাখেরও বেশি। এই শিক্ষ্যা কার্যক্রম সম্পুর্ন বিনামূল্যে পরিচালনা করে থাকেন।

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি জাহিদ মৃধা,।ঘাটাইল উপজেলার সফল নারী উদ্যোক্তা খাদিজা খাতুন,
ভুয়াপুর উপজেলা প্রতিনিধি অনিক হাসান শাহিন ও শরিফ আকন্দ সবুজ ,কালিহাতী উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন ও আসলাম কবির, টাংগাইল সদর উপজেলা প্রতিনিধি তানিয়া চাকলাদার ও জুবায়ের হোসেন ,ঘাটাইল উপজেলা প্রতিনিধি লাকি খান, মধুপুর উপজেলা প্রতিনিধি খন্দকার খালিদ জনি প্রমুখ।

এই আয়োজনের মধ্যে দিয়ে জেলা ও উপজেলা উদ্যোক্তাদের দারুন নেটওয়ার্ক এবং নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরী হয়। বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে সকল উদ্যোক্তা নেচে গেয়ে উল্লাস করে
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন