প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গাইবান্ধায় সেরা কণ্ঠশিল্পীর অন্বেষণে প্রথম দিনে ১৪ জন পেলেন ‘ইয়েস কার্ড

মোঃ মিঠু মিয়া: গাইবান্ধায় এই প্রথম জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুরু হয়েছে জেলার সেরা প্রতিভা তথা সেরা কণ্ঠশিল্পী অন্বেষণের আয়োজন।৪ জুলাই ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত প্রথম দিনে ১৫৬ জন প্রতিযোগীর মধ্য থেকে সাতজন বিচারকের বিচক্ষণতার মাধ্যমে মাত্র ১৪ জন কণ্ঠশিল্পী ‘ইয়েস কার্ড’ লাভ করেছেন।গাইবান্ধা জেলা এগিয়ে যাচ্ছে একনিষ্ঠ, সৎ ও মেধাবী জেলা প্রশাসকের নেতৃত্বে।যারা এখনো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি, অথচ রেজিস্ট্রেশন করেছেন কিন্তু যেতে পারেননি, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। অন্য উপজেলার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও হতে পারেন বাংলাদেশের সেরা কণ্ঠশিল্পী।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন