প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

হরিপুর-চিলমারী তিস্তা সেতু ও আচ ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনে এলজিইডি সচিব

মোঃ মিঠু মিয়া : গাইবান্ধা জেলার চিলমারী উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা নদীর উপর নির্মাণাধীন সেতু এবং আচ ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর মাননীয় সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকালে তিনি সেতুর নির্মাণ অগ্রগতি, নকশা ও মান যাচাই করেন। এ সময় গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও পরিদর্শনে অংশ নেন।পরিদর্শনকালে সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “এই সেতু ও ব্রিজ নির্মাণের মাধ্যমে চিলমারী ও আশেপাশের এলাকার মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রমে অভূতপূর্ব পরিবর্তন আসবে। মানসম্মতভাবে দ্রুত কাজ শেষ করতে হবে।”উল্লেখ্য, তিস্তা নদীর উপর এই সেতু নির্মিত হলে চিলমারী-গাইবান্ধা-রংপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন