প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নরসিংদীর মাধবদী বাজারে প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই

 মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর মাধবধীতে অদ্য ৪ জুলাই শুক্রবার ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়ি ও স্বর্ণ পট্টি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল ৭টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ আগু নিয়ন্ত্রণে আনতে ৫ ঘন্টা সময় লাগে, এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর প্রথমে প্রচার করা হলে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভাতে ছুটে আসেন। মূহুর্তের মধ্যে আগুন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। এরপর একে একে দমকল বাহিনীর মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের তীব্রতায় মুদি,খাদ্যপণ্যের এবং স্বর্ণের প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও বলতে পারছেন না কেউ। অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কি কারণে আগুনের সূত্রপাত ঘটে তা সঠিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন