প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বাঁশতৈল রেঞ্জের তৎপরতায় উদ্ধারকৃত ৭.৫ একর সরকারি জমিতে বন বিভাগের চারা রোপন

শুভ সাহা,বিশেষ সংবাদদাতা: টাঙ্গাইলের ‎মির্জাপুরের আওতাধীন বাঁশতৈল রেঞ্জের অন্তর্ভুক্ত কুড়িপাড়া বিটের নিকটস্থ দাঁতভাঙা চালা গ্রামে শালবনের ৭.৫ একর সরকারি জমিতে প্রায় পাঁচ হাজার চারা রোপন করেন বন বিভাগের কর্মকর্তারা।
‎গত ‎সোমবার (৩০শে জুন) সকাল ১১ঘটিকার সময় উক্ত এলাকায় উপজেলা প্রশাসন,যৌথ বাহিনী ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ অভিযান চালিয়ে দখল হওয়া জমি উদ্ধার করে চারা রোপন করেন।সরজমিনে ঘুরে ‎জানা যায়,উদ্ধারকৃত জমিতে গজারি বন ছিল।এলাকার প্রভাবশালী ব্যাক্তিরা বন কেটে কলা গাছের চারা রোপন করে জমিটি দখলে নিয়েছিল।কিন্ত এ বিষয়টি নিয়ে ‎টাঙ্গাইল বন বিভাগ,মির্জাপুর উপজেলা প্রশাসন এবং বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমে উক্ত বনাঞ্চলের বেদখলকৃত জমি সফলভাবে উদ্ধার করে প্রায় পাঁচ হাজার চারা রোপণ করা সম্ভব হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম,সহকারী বন সংরক্ষক (টাঙ্গাইল দক্ষিণ) আবু সালেহ,বাঁশতৈল রেঞ্জ অফিসার শাহিনুর রহমান,হতেয়া রেঞ্জ অফিসার এস.এম.আব্দুর রশিদ প্রমুখ।‎ওই সময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ,থানা পুলিশ সদস্য,আনসার,বাঁশতৈল,হতেয়া ও বহেরাতৈল রেঞ্জ অফিসের বন কর্মচারীবৃন্দ।এ ব্যাপারে মির্জাপুর ‎উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, সরকারি জমি দখলমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।‎উল্লেখ্য, বিগত ১৫ই মে সেই জমিটি উদ্ধারে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে কাজ করেছেন অফিসের অধীনে থাকা সকল বন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন