প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিশুদহ গ্রামে দিনের বেলায় চুরির ঘটনা: নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও দলিলপত্র লুট

সাংবাদিক মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাধীন শিশুদহ গ্রামে এক গৃহবধূর বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত ২৬ জুন ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদহ গ্রামের বাসিন্দা মোছাঃ লাইজু বেগম, স্বামী- মোঃ আইনুল হক সরকার, দুপুর আনুমানিক ১২টার দিকে তার বাড়িতে তালা দিয়ে বাইরে যান। পরবর্তী সময়ে দুপুর ৩টার দিকে তিনি ফিরে এসে দেখতে পান বাড়ির কেচি গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে ঢুকে দেখা যায়, বসত ঘরের দরজার তালা ভেঙে চোরের দল ভিতরে ঢুকেছে এবং স্টিলের একটি সিন্দুকের তালা ভেঙে মূল্যবান মালামাল চুরি করেছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে—প্রায় ৬ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালঙ্কার (মুল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা), নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, দুইটি জমির মূল দলিল ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র।

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও মালামাল না পেয়ে ভুক্তভোগী মোছাঃ লাইজু বেগম পলাশবাড়ী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

চুরির এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দিনদুপুরে এমন ঘটনা স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ সৃষ্টি করেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন