প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারে অনুমোদনহীন সার বিক্রি, অবৈধ মজুদ ও ক্রয় রশিদ না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬,৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়েছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাপ্টেন মোঃ ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমান ও সেনা সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, জেনিন ট্রেডার্স, রুপালী সার ঘর ও প্রধান কৃষি সম্ভারে অভিযান চালানো হয়।

স্থানীয় কৃষকরা জানান, এসব দোকান দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন