প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারে অনুমোদনহীন সার বিক্রি, অবৈধ মজুদ ও ক্রয় রশিদ না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬,৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়েছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাপ্টেন মোঃ ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমান ও সেনা সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, জেনিন ট্রেডার্স, রুপালী সার ঘর ও প্রধান কৃষি সম্ভারে অভিযান চালানো হয়।

স্থানীয় কৃষকরা জানান, এসব দোকান দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছিল।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন