
আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: ২৮ জুন ২০২৫ ইং শনিবার সকাল ১০ ঘটিকার সময় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখা টাঙ্গাইল এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় এবং শিক্ষকদের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের মোঃ আব্দুল মতিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি ।খন্দকার সালাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি ।এস এম মহসিন সাধারণ সম্পাদক মির্জাপুর পৌর বিএনপি । মোঃ মোজাহারুল ইসলাম মাজহার সভাপতি, মোহাম্মদ হারুনার রশিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ সরকার সভাপতি , এ কে এম নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ।
ধন্যবাদান্তে ছিলেন মোঃ মঞ্জুর কাদের সভাপতি মোঃ মোতাহার হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সম্মতি মির্জাপুর উপজেলা শাখা টাঙ্গাইল।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর উপজেলা শাখা ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি রাজনীতি করি জনগণের জন্য মানুষের জন্য ।আপনারা শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর আমি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আপনারা হলেন শিশুদের শিক্ষক । আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তিনি আরো বলেন ঘুমিয়ে আছে শিশুদের পিতা সব শিশুদের অন্তরে । আপনারা স্কুলে ভালো করে শিক্ষাদান করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের শিক্ষকদের পাশে থেকে এবং জনগণের সবসময় সেবা করতে পারি ।