প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

ধামরাই (ঢাকা) বিশেষ প্রতিনিধী। ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নে নয়াচর গ্ৰামে শাহাবুদ্দিন এর বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার সকালে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী শাহাবুদ্দিন (৫৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, পুর্বে শত্রুতার জেরে ভূক্তভোগী শাহাবুদ্দিনের ছেলে (প্রবাসী) জহিরুল ইসলাম দেশে আসার পরে তার কাছে রাস্তায় দেখা হলে বয়ভীতু ও গালিগালাজ করে অনেক টাকা চাঁদাদাবি করে বিবাদীগং টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বসতবাড়িতে এই হামলা চালায়।

এলাকাবাসী জানান, এরা সকলে মাদক সাথে জড়িত এদের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে।

গত সোমবার ২৯ জুন রাত ১১ টায় পূর্ব শত্রুতার জেরে আমতা ইউনিয়নে নয়াচর গ্ৰামে বিবাদী ১/রবিন (২৫)২/রাসেল (২৩) উভয় পিতা মনু ৩/মনু (৪৫)পিতা মৃত ডাউরিয়া ৪/জসিম (২৪) পিতা মোঃ দেলোয়ার ৫/অনিক (২৩) পিতা কোহিনুর ৬/রনি (২২) পিতা মোঃ মনু মিয়া। সর্ব সাং নয়াচর আমতা ইউনিয়ন থানা ধামরাই জেলা ঢাকা। এরাসহ কিছু গুন্ডা প্রকৃতির লোক দেশীয় অস্ত্র নিয়ে ভূক্তভোগী শাহাবুদ্দিনের বসত বাড়িতে হামলা করে।এ সময় তারা বসত ঘরের দরজা জানালা,কাঠের আলমারি ভাংচুর করে। মারধর করে, অতপর খাটের ল্যাপতোষক থাকা নগত ২.৭০.০০০ দুই লক্ষ সত্তুর হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার ৬ আনি ওজনের কানের দুল নিয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভূগছে শাহাবুদ্দিনের সহ তার পরিবার। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন,লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন