প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

ধামরাই (ঢাকা) বিশেষ প্রতিনিধী। ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নে নয়াচর গ্ৰামে শাহাবুদ্দিন এর বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার সকালে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী শাহাবুদ্দিন (৫৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, পুর্বে শত্রুতার জেরে ভূক্তভোগী শাহাবুদ্দিনের ছেলে (প্রবাসী) জহিরুল ইসলাম দেশে আসার পরে তার কাছে রাস্তায় দেখা হলে বয়ভীতু ও গালিগালাজ করে অনেক টাকা চাঁদাদাবি করে বিবাদীগং টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বসতবাড়িতে এই হামলা চালায়।

এলাকাবাসী জানান, এরা সকলে মাদক সাথে জড়িত এদের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে।

গত সোমবার ২৯ জুন রাত ১১ টায় পূর্ব শত্রুতার জেরে আমতা ইউনিয়নে নয়াচর গ্ৰামে বিবাদী ১/রবিন (২৫)২/রাসেল (২৩) উভয় পিতা মনু ৩/মনু (৪৫)পিতা মৃত ডাউরিয়া ৪/জসিম (২৪) পিতা মোঃ দেলোয়ার ৫/অনিক (২৩) পিতা কোহিনুর ৬/রনি (২২) পিতা মোঃ মনু মিয়া। সর্ব সাং নয়াচর আমতা ইউনিয়ন থানা ধামরাই জেলা ঢাকা। এরাসহ কিছু গুন্ডা প্রকৃতির লোক দেশীয় অস্ত্র নিয়ে ভূক্তভোগী শাহাবুদ্দিনের বসত বাড়িতে হামলা করে।এ সময় তারা বসত ঘরের দরজা জানালা,কাঠের আলমারি ভাংচুর করে। মারধর করে, অতপর খাটের ল্যাপতোষক থাকা নগত ২.৭০.০০০ দুই লক্ষ সত্তুর হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার ৬ আনি ওজনের কানের দুল নিয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভূগছে শাহাবুদ্দিনের সহ তার পরিবার। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন,লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন