প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

হালিম খানের হত্যার সঠিক বিচার ও মামলা থেকে নির্দোষ একরামুলের নাম প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন

মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার : পহেলা জুলাই মঙ্গলবার বিকেল চার ঘটিকার সময় রাজৈর পৌরসভা ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে রাজন্দি নিবাসী নির্দোষ নিরাপরাধ একরামুল বেপারী কে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মিথ্যা হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা এক মানববন্ধনের আয়োজন করে।উল্লেখ্য গত ২৩ জুন নগর গোয়ালদী নিবাসী হালিম খান তার শশুরবাড়ী রাজন্দী দ্বারাদিয়া গ্রামে সামাদ চোকদারের ঘরে নৃশংস ভাবে খুন হয়। রাত ৪.৩০ মিনিটে হালিম খানের স্ত্রী ও শাশুরী হালিমকে নিয়ে রাজৈর স্বাস্থ্যকমপ্লেক্সে গেলে ডিউটিরত ডাক্তার যখন হালিম খানকে মৃত্যু বলে ঘোষনা করে তখন হালিমের স্ত্রী রেশমা বেগম ও তার মা হসপিটালে হালিমের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এর পরের দিন রাজৈর থানায় হালিম খানের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সুত্রে জানা যায় বাদীর ইচ্ছা না থাকা সত্যেও স্থানীয় একটি মহলের চাপের মুখে একরামুল বেপারীকে মামলায় আসামী করতে বাধ্য হন। মানব বন্ধনে একরামুল বেপারীর স্ত্রী লাইজু বেগম বলেন আমার স্বামী নির্দোষ ও নিরাপরাধ। একরামুলের চাচাত ভাই নান্নু বেপারীর বলেন, একরামুলকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল একরামুলকে আসামী বানিয়েছে।আজ হালিম খানের পক্ষে মানববন্ধন হয়েছে সেখানে ব্যানারে তাহারা পাঁচ জনের নাম স্পষ্ট করে লিখে তাদের ফাঁসির দাবী জানিয়েছেন। সেখানে একরামুলের নাম লেখা ছিল না।রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খানের কাছে মানব বন্ধন সম্পর্কে জানতে চাইলে সে দেশের মুখ প্রতিনিধি কে বলেন মামলার তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন