প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন পরিচিত সভা অনুষ্ঠিত

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ানের ৯ নং চৌমাশিয়া ওযার্ডের, বারোপুর চৌমাশিয়া সরকার পাড়া- আদিবাসী পাড়া ও দরগা পড়া এনগেজ (Engage) এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে এবং সুশিল সমাজের সাথে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকি পূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ ( Engage) সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ শে জুন ) বৈকাল ৩ টার সময় চৌমাশিয়া-দরগাপাড়া সাবেক মহিলা মেম্বার রেনুকা বিবির উঠানে বৈঠক সভায় উপস্থিত ছিলেন। সভানেত্রী রেনুকা বিবি, সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার চালব্যবসায়ী মোঃ ইসরাফিল ফকির,মোঃ মাজেদুল ইসলাম শ্রী জয়ন্ত হাজরা শ্রী বিদ্যুৎ সরকার শ্রীদেব সরকা সিথিবালা শ্যামল পাহান শ্রীমতি মালা অঞ্জনা হাজরা রুপালী রনী, বন্দনা রানী পাখি রানী ফুলকুমারী দ্যাসা, এই ডাসকো প্রকল্পের ইউনিট সদস্য রাজ মুনি পাহান, ফিল্ড ফ্যাসিলিটেটর শুক্লাদেব ও ফিল্ডফ্যাসিলিটেটর মিতালী মূর্ম, টেকনিক্যাল এন্ড এ্যাডভোকেসী অফিসার মোহাম্মদ তামান্না জেবিনসহ সদস্য ও কমিউনিটি সিএসও দলের সভানেত্রীগণ। আজকে শ্রীমতী শুক্লাদেব এই সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, প্রেজেন্টেশন উপস্থাপনায় কার্যক্রম ভালো লাগায় উপস্থিত সকলে পুরুষ ও মহিলা সকলে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের সফলতা কামনা করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন