নিজস্ব প্রতবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া ডিজাইন কোর্সে ২য় স্থান অর্জন করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি আনসারুজ্জামান রেজুয়ান।আজ রবিবার রাজধানী ঢাকার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বশিরুল আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত রেজিস্ট্রার সেলিম রেজা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্সের কো-অর্ডিনেটর মোঃ আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলার অংশগ্রহণকারীদের মধ্যে রেজুয়ানের এ কৃতিত্ব প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।