প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় করিমন চাপায় স্কুল ছাত্রী নিহত

এস এম আলমগীর চাঁদ,বিশেষ প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় করিমন ( স্যালোইন্জিন চালিত ) চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রীর নাম নুসরাত জাহান (১৪)। সে উপজেলার মাধপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে এবং আতাইকুলা কলেজিয়েট হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেনীর ছাত্রী।
শনিবার ( ২৮জুন ) সকাল ১০ টার দিকে পাবনা — ঢাকা মহাসড়কের আতাইকুলা আমেনা খাতূন ডীগ্রি কলেজের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে নুসরাত তার স্কুলে প্রাইভেট পড়তে যায়। এ সময় সড়ক পাড়ি দেওয়ার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা সুতা বোঝাই একটি করিমন তার মাথার উপর দিয়ে উঠে পডায় ঘটনাস্হলে প্রান হারায় সে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,এ ব্যপারে থানায় মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন