প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা জেলা প্রতিনিধি

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বুধবার
(২৬ জুন)এইচএসসি,আলিম ও এইচএসসি(বিএমটি)
প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে
অনুষ্ঠিত হয়েছে।
এ বছর উপজেলার পৃথক ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৪শ’
৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।কিন্তু প্রথম দিন এইচএসসি’র বাংলা প্রথমপত্র,আলিম-এর কোরআন মাজিদ ও এইচএসসি(বিএমটি)বাংলা বিষয়ে
২ হাজার ৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।অনুপিস্থিত ছিলেন ৫২ জন পরীক্ষার্থী।
কেন্দ্র গুলো হচ্ছে ; পলাশবাড়ী সরকারি কলেজ,
পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ,পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ,ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ও পলাশবাড়ী ফাজিল(ডিগ্রী)মাদ্রাসা।কেন্দ্র সমূহে সুষ্ঠ-নিরিবিলি ও শান্তি -পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল আলম,সহকারি কমিশনার(ভূমি) মো.আল-ইয়াসা রহমান তাপাদার,থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন পৃথক পৃথক ভাবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এসময় পলাশবাড়ী সরকারি কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ প্রফেসর মো.হামিদ কলিম,পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ,পলাশ বাড়ী আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো.গোলাম মোস্তফা,ফরিকহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)আব্দুল আলীম খন্দকার ও পলাশবাড়ী সিনিয়র(ডিগ্রী)মাদরাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন