প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের আত্মহত্যা

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসে ট্যাবলেট খেয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর‌ের দিকে কৃষক শহিদুল ইসলাম গ্যাসের ট্যাবলেট খান এতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যু শহিদুল ইসলাম তাড়াশ উপ‌জেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, কৃষক শহিদুল ইসলাম ঋণ গ্রস্থ ও শারীরিক অসুস্থ ছি‌লেন। তি‌নি আজ দুপুরে তার নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খান আর এতে তার মৃত‌্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থানে যাচ্ছি, আর সেখানে গিয়ে তদন্ত করে বলতে পারবো, কি কারনে তার মৃত্যু হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন