প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ প্রদান

মোঃ মিঠু মিয়া : গাইবান্ধা জেলায় পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন (বুধবার) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনস্টেবল থেকে এএসআই পদে ১ জন এবং এএসআই থেকে টিএসআই পদে আরও ১ জন—মোট ২ জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা।

অনুষ্ঠানে পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রেখে জনসেবা নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন