প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর চিনিকল লিঃ এর কর্তৃক আয়োজিত ট্রেনিং কমপ্লেক্সে এ চাষি মিটিং অনুষ্ঠিত

জাফর ইকবাল,গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ ২৫-০৬-২৫ ইং (বুধবার) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ অবস্থিত রংপুর চিনিকল লিমিটেড কর্তৃক আয়োজিত, আখের অন্তবর্তীকালীন পরিচর্যা, ঝাড় বাধা, ডিস্ট্রাসিং, আখের গোড়ায় মাটি দেয়া, রোগ ও পোকা দমন, ফলন বৃদ্ধি এবং আখ রোপন বৃদ্ধির লক্ষ্যে-এক চাষী মিটিং এর আয়োজন করা হয়।অনুষ্ঠানটি রংপুর চিনিকলের ইনচার্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাবজোন প্রধান -ফেরদৌস আলম এ এম জ.চি.ক (সম্প্রঃ) এর পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খবির উদ্দিন মোল্যা ব্যবস্থাপনা পরিচালক (জ.চি.ক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক ফরহাদ জিএম (কৃষি) জয়পুরহাট চিনিকল লিমিটেড, জনাব আব্দুর রউফ ডি জি এম (সম্প্রঃ) জয়পুরহাট চিনিকল লিমিটেড, মোঃ রুহুল আমিন রব্বানী, জিএম (অর্থ) রংপুর চিনিকল লিমিটেড, আবু সুফিয়ান সুজা,
সাবেক সভাপতি, শ্রমিক ইউনিয়ন রংপুর চিনিকল লিমিটেড।
এতে সি.ডি.এ.দের মধ্যে উপস্থিত ছিলেন,
সোহরাব আকন্দ, মাসুদুর রহমান, ফারুক হোসেন ফটু,শাহজাহান আলী, এনামুল হক।
চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াকুব আলী, মুনসুর রহমান, রাজামিয়া, সাইদুর রহমান, হাবিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন