প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১১ই জুলাই, ২০২৫ ২৭শে আষাঢ়, ১৪৩২ ১৫ই মহর্‌রম, ১৪৪৭

পাবনার ফরিদপুরে ১৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি

পাবনার ফরিদপুরের ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক আঠারো লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:সানাউল মোর্শেদ ও সিনিয়র মৎস্য অফিসার সুজিত কুমার মুন্সী।

মজ্ঞলবার ( ২৪জুন )দুপুর ২.০০ টার দিকে ফরিদপুর ডেমরা এলাকায় পাঁচটি কারখানায় এ অভিযান পরিচলনা করা হয় । জব্দ করা নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজিত কুমার মুন্সী,উপজেলা ভূমি অফিসের নাজির মো: জমিরউদ্দীন এস আই নুর আলম, সহ পুলিশ প্রশাসন ও সাংবাদিক বৃন্দ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন, এই ফরিদপুর উপজেলায় চায়না দুয়ারি জাল যেন বিস্তার লাভ করতে না পারে সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং যেন শূন্য কোঠায় নামানো যায় সেই দিকে কাজ করছি।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস কর্মকর্তা বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চায়না দুয়ারি জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন