প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার ও বিপুল পরিমাণ সিমসহ টাকা উদ্ধার

মোঃ মিঠু মিয়া: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনার্থপুর এলাকায় মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানে মোবাইল ব্যাংকিং হ্যাকিংয়ের সাথে জড়িত একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের কয়েক শতাধিক সিমকার্ড, একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরে এ চক্রটি গোপনে মোবাইল ব্যাংকিং হ্যাকিং করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এটি একটি বড় চক্র, আমরা এদের নেটওয়ার্ক উৎখাতের জন্য তৎপর রয়েছি। সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন