প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে মাদকসহ নারী গ্রেফতার

মোঃ মিঠু মিয়া : গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া, গোপালপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩ জুন রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেজর ইনজামামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ভাটপাড়া গ্রামের মোছা: শাহনুরী বেগম (৪৩), স্বামী খোকা মিয়া, এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও নগদ ২,৫৩০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত শাহনুরী বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই অভিযান এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন