প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ছাত্রদল নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আজিজুল ইসলাম: মাগুরা সদর উপজেলার ভিটাশাহী গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা আবু তাহের সবুজ (৩৪) কে আটক করা হয়। সূত্র মতে, গত ১৬ জুন ভোররাতে অভিযুক্ত আবু তাহের সবুজের বাড়িতে একটি অস্ত্র অভিযান চালানো হয়। তবে সেসময় তল্লাশিতে কিছু না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পুনরায় ২৪ জুন সকালে আবু তাহের সবুজ তার বাড়ির সামনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বলে জানতে পেরে ঘটনাস্থলে যৌথবাহিনী যায়। ঘটনাস্থলে গেলে প্রায় ৬০-৭০ জন মানুষের উপস্থিতি তারা লক্ষ্য করে। যদিও সেখানে কোন ব্যানার বা সংগঠিত কর্মসূচির চিহ্ন ছিল না।এসময় আবু তাহের সবুজকে আটক করে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন