প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ট্যান্ডার্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্ট্রা

মো: মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার
পরিদর্শন করতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের স্ট্যান্ডার্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
২৩ জুন সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বেলা বারোটায় পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছাল প্রথমে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় তাঁকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। বারবার এলাকার সুন্দর পরিবেশ নিয়ে প্রশংসা করছিলেন তিনি। মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের মান অনেক ভালো।এখানে পুলিশ ট্রেনিংয়ের মান অনেক ভালো।
নির্বাচনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। গতকাল যারা মব সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। মব জাস্টিস তৈরীর পেছনে পুলিশ বাহিনীর কারো হাত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাকাডেমিক হল পরিদর্শন করে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত পুলিশদের খোঁজখবর নেন। শহীদ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন বিদ্যাপীঠসহ অতিথি পরিবহন গাড়ীতে চড়ে পুরো কমপ্লেক্স ঘুরে দেখেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি ঢাকারেঞ্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন