প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলী সদর ইউনিয়ন পরিষদে এডিপির অর্থায়ণে স্প্রে মেশিন, ফুটবল ও রিং কালর্ভাট বিতরণ।

আহসান হাবিব শিবলু, বগুড়া।

২২ জুন রবিবার বগুড়া ৭নং গাবতলী সদর ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়ণে স্প্রে মেশিন, ফুটবল ও রিং কালর্ভাট বিতরণ। এসময় উপস্থিত ছিলেন এলজিডির উপ-সহকারী সহকারী ইঞ্জিনিয়ার রুমন হাসান। ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউল হাসান। বাদল সরকার।হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সবুজ আহমেদ। ৪নং ওয়ার্ড মেম্বার পাতা প্রাং। ৯নং ওয়ার্ড মেম্বার এনামুল হক মজনু। ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম। । ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা মেম্বার মর্জিনা বেগম। ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক এরশাদ সরকার প্রমূখ সহ আরো অনেকেই। উক্ত বিতরণ সম্পর্কে ইউনিয়ন পরিষদের সচিব জানান বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়ণে আজ ৬৬ টি স্প্রে মেশিন, ৮০ টি ফুটবল ও ৪২ টি রিং কালভার্ট সুষ্ঠ ভাবে প্রদান করা হয়েছে। এবং ইউনিয়নের স্কুল, মসরাসা,কলেজ ও গ্রামের ক্লাবে ফুটবল বিতরণ ও কৃষকদের মাঝে স্প্রে মেসিন দেওয়া হয়েছে। এবং যে যে জায়গায় পানি পাড়াপারের সমস্যা সেখানে কালভার্ট প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন