প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে যুবলীগ নেতার শ্যালককে গণধোলাই

মোঃ মিনারুল ইসলাম ,বিষেশ প্রতিনিধি:

বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুবলীগ নেতা মতিন সরকারের শ্যালক মিল্লাতকে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে কোর্ট প্রাঙ্গণে মিল্লাত নামে এক ব্যক্তিকে গণধোলাই দেন উপস্থিত লোকজন।

জানা গেছে, মিল্লাতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগে তিনি কোর্টে হাজির হলে একাধিক ভুক্তভোগী তাকে চিহ্নিত করে উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে উপস্থিত জনতা তাকে ঘিরে ধরে মারধর শুরু করে।

পরে কোর্ট প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মিল্লাতকে নিরাপত্তার সঙ্গে কোর্ট কক্ষের ভেতরে নিয়ে যান।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ হস্তক্ষেপ করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, মিল্লাত বগুড়া জেলা যুবলীগের প্রভাবশালী নেতা মতিন সরকারের শ্যালক হিসেবে পরিচিত। তবে মতিন সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনাটি কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে, পাশাপাশি ভুক্তভোগী সাধারণ মানুষের ক্ষোভও প্রকাশ পেয়েছে এ ঘটনায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন